বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের চেষ্টাগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে।তিনি আরও বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্মন্ধে অপপ্রচার করছে, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন।
তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যে রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি।সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোন ভুল করি, আপনারা বলেন আমরা সেটা রেক্টিফাই করবো। আমার ভেতরে কোন রকম দুর্নীতি থাকলে, আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নেই। কিন্তু কোন মিথ্যা রিপোর্ট আপনারা দিবেন না।তিনি বলেন, ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে, এখন তারা সত্যি রিপোর্ট দিলেও সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি।