ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী Logo ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল Logo কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্য করে বিপাকে কঙ্গনা Logo নওগাঁয় বন্ধুমিতালীর পরিচালক তনু ও চেয়ারম্যান মামুনকে আটকের দাবীতে সড়ক অবরোধ Logo হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিম কারাগারে Logo বাংলাদেশকে নিয়ে ভারতের গণমাধ্যম মিথ্যা তথ্য প্রচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo দর্শকরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেসির ও আর্জেন্টিনার জার্সি পরবে: স্কালোনি Logo ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক: এরদোগান Logo বন্ধ থাকা সব বিদ্যুৎকেন্দ্র সচল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট Logo নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৫ জন বন্দি নিহত

ইকুয়েডরের গায়াকিল বন্দরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৫ জন বন্দি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

কারা কর্তৃপক্ষ বলেছে, ‘আজ সকালে লিটোরাল কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দিদের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।’ঘটনাস্থলে ধারণা করা এএফপির ভিডিওতে এক বন্দির দেহ আঙিনায় মাটিতে রাখতে দেখা গেছে, যেখানে লম্বা সারিতে কম্বলে মোড়ানো আরো অনেক মরদেহ ছিল। কারাগারের অন্য একটি অংশে অনেক বন্দি সারিবদ্ধভাবে বসে ছিলেন, যাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন।

দক্ষিণ আমেরিকায় একসময় স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম সহিংস দেশ ও বড় মাপের মাদক পাচার কেন্দ্রে পরিণত হয়েছে। এই সহিংসতার একটি বড় অংশ ঘটে কারাগারগুলোতে, যেখানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর সংঘর্ষে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৪৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছে।লিটোরাল কারাগার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার, যেখানে প্রায় ছয় হাজার ৮০০ বন্দি রয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘বৃহৎসংখ্যক’ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে কারাগারটি সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্যাগস

ড. ইউনূসকে নিয়ে বই লিখে তাকে উপহার দিলেন ব্রাজিলের উপরাষ্ট্রপতির স্ত্রী

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৫ জন বন্দি নিহত

আপডেট সময় ০৫:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ইকুয়েডরের গায়াকিল বন্দরের একটি কারাগারে সংঘর্ষে অন্তত ১৫ জন বন্দি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির কারা কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

কারা কর্তৃপক্ষ বলেছে, ‘আজ সকালে লিটোরাল কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দিদের মধ্যে গুরুতর সংঘর্ষ ঘটে। এতে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে।’ঘটনাস্থলে ধারণা করা এএফপির ভিডিওতে এক বন্দির দেহ আঙিনায় মাটিতে রাখতে দেখা গেছে, যেখানে লম্বা সারিতে কম্বলে মোড়ানো আরো অনেক মরদেহ ছিল। কারাগারের অন্য একটি অংশে অনেক বন্দি সারিবদ্ধভাবে বসে ছিলেন, যাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন।

দক্ষিণ আমেরিকায় একসময় স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত ইকুয়েডর সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের অন্যতম সহিংস দেশ ও বড় মাপের মাদক পাচার কেন্দ্রে পরিণত হয়েছে। এই সহিংসতার একটি বড় অংশ ঘটে কারাগারগুলোতে, যেখানে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর সংঘর্ষে ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৪৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছে।লিটোরাল কারাগার ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার, যেখানে প্রায় ছয় হাজার ৮০০ বন্দি রয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ‘বৃহৎসংখ্যক’ সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে কারাগারটি সম্পূর্ণরূপে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।