১৫ বছর আগে রাজধানীর পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত অবশ্যই হতে হবে। আর সেটা দ্রুতই হবে।
সোমবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর পরিদর্শনের পর এ কথা বলেন তিনি।এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বডার গার্ড বাংলাদেশের সদস্যদের উদ্দেশ্যে বলেন: সীমান্তে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। চোরাচালান যেন না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে।তিনি জানান: বিজিবিকে সীমান্তে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। বেআইনি আদেশ না পালন করতে বলা হয়েছে। সীমান্ত দিয়ে যেন অবৈধ পণ্য প্রবেশ না করে।আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন: ঢাকার সব পুলিশকে পরিবর্তন করা হয়েছে, বিজিবিরও অনেককে পরিবর্তন করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তুষ্টিজনক। অপরাধী যতই ক্ষমতাশালী হোক, ছাড় দেয়া হবে না।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে (বর্তমান নাম বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা।এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে ৪৬৮ বিডিআর সদস্যের।