ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আওয়ামীলীগ- বিএনপি মুদ্রার এপিট ওপিট – নওগাঁয় চরমোনাই পীর Logo হাত খরচের টাকা না দেওয়ায় মাকে খুন Logo শাকিব খানের ‘দরদ’ এর গান ও ট্রেলার প্রকাশ Logo বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি: বিএনপি নেতা রিজভী Logo সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে Logo ঘুষ নেওয়ার পর ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ দাবি করা সেই এসআইকে প্রত্যাহার Logo বিয়েতে রাজি না হওয়ায় সুমন নামের প্রেমিককে হত্যা Logo গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্র গঠনের লক্ষ্যে আরব বিশ্বের নেতাদের বৈঠক Logo নওগাঁয় প্রধান উপদেষ্টার ভাই পরিচয়ে এনজিও খুলে প্রতারনা নারী সহ আটক ৪  Logo দুই দশক পর জুটি বাঁধতে চলেছেন আমির-অজয়

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় আজ রোববার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।দানি ওলমো জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন। ১২ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে গোল করেন ওলমো।

২৩ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন অধিনায়ক রাফিনহা। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলমো। আলেহান্দ্রো বালদের পাস থেকে গোলটি করেন স্প্যানিশ খেলোয়াড়। জাভি পুয়াদো ৬৩ মিনিটে একটি গোল পরিশোধ করলেও সেটি ছিল এস্পানিওলের জন্য কেবলই সান্ত্বনার।এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট, আর রিয়ালের ১১ ম্যাচে ২৪।

শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ ছিল রিয়ালের। যদিও ভ্যালেন্সিয়ায় বন্যা হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়।১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা আজ ২-০ গোলে হারায় লাস পালমাসকে। এ ম্যাচে নিজের প্রথম গোল করেন কোচ দিয়েগো সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে। জয় শেষে গোল নিয়ে জুলিয়ানো বলেন, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভ্যালেন্সিয়ায় (বন্যায়) যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। বন্যাদুর্গতদের সবার প্রতি সহমর্মিতা জানাই।’

ট্যাগস

আওয়ামীলীগ- বিএনপি মুদ্রার এপিট ওপিট – নওগাঁয় চরমোনাই পীর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা

আপডেট সময় ১২:০১:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

স্প্যানিশ লা লিগায় আজ রোববার কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে হ্যান্সি ফ্লিকের দল।দানি ওলমো জোড়া গোল করে বার্সেলোনাকে জিতিয়েছেন। ১২ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে গোল করেন ওলমো।

২৩ মিনিটে গোল ব্যবধান ২-০ করেন অধিনায়ক রাফিনহা। এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলমো। আলেহান্দ্রো বালদের পাস থেকে গোলটি করেন স্প্যানিশ খেলোয়াড়। জাভি পুয়াদো ৬৩ মিনিটে একটি গোল পরিশোধ করলেও সেটি ছিল এস্পানিওলের জন্য কেবলই সান্ত্বনার।এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট, আর রিয়ালের ১১ ম্যাচে ২৪।

শনিবার ভ্যালেন্সিয়ার সঙ্গে ম্যাচ ছিল রিয়ালের। যদিও ভ্যালেন্সিয়ায় বন্যা হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়।১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা আজ ২-০ গোলে হারায় লাস পালমাসকে। এ ম্যাচে নিজের প্রথম গোল করেন কোচ দিয়েগো সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে। জয় শেষে গোল নিয়ে জুলিয়ানো বলেন, ‘অ্যাটলেটিকোর হয়ে প্রথম গোল করে ভালো লাগছে। কিন্তু ভ্যালেন্সিয়ায় (বন্যায়) যা ঘটছে, আমরা তা এড়িয়ে যেতে পারি না। বন্যাদুর্গতদের সবার প্রতি সহমর্মিতা জানাই।’