নওগাঁয় বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের একটি এনজিও সংস্থা গ্রাহকের প্রায় ৬শ কোটি টাকা নিয়ে স্বপরিবারে পালিয়ে গেছে । এ ঘটনায় ভুক্তভুগী আমানত কারীরা এনজিও পরিচালক কে আটকের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
ভুক্তভুগীরা জানায় বন্ধু মিতালী ফাউন্ডেশন নামের এনজিও সংস্থা উচ্চ মুনাফার আশ্বাস দিয়ে প্রায় ৫ হাজার মানুষের কাছ থেকে ৬ শ কোটি টাকা আমানত সংগ্রহ করে।
গত দু মাস ধরে ওই সংস্থা গ্রাহকের মুনাফা দেওয়া বন্ধ করে দেয়। সংস্থার পরিচালক নাজিম উদ্দিন তনু ও চেয়ারম্যান মামুনুর রহমান ডিসেম্বর থেকে মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে আসছিল গ্রাহকদের । ভুক্তভুগীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনী সহ প্রশাসনে লিখিত অভিযোগ দেয় ।
গত অক্টোবর মাসে সেনাবাহিনীর তত্বাবধানে এক সমাবেশে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান ।
কিন্ত গত মঙ্গলবার সংস্থার সব কার্যালয় বন্ধ করে রাতের আধারে পরিবার নিয়ে লাপাত্তা হয়ে যায় সংস্থার পরিচালক ও চেয়ারম্যান । এ ঘটনায় ভুক্তভুগীরা কোর্টে ও থানায় তিনটি মামলা করেছে । পালিয়ে যাওয়া সংস্থার চেয়ারম্যান ও পরিচালক কে গ্রেফতারের দাবীতে শহরের থানা মোড়ে কয়েক শো গ্রাহক সড়ক অবরোধ করে । পরে তারা শহরের টিটিসি সেনা ক্যাম্পে গিয়ে বিক্ষোভ করে ।