ক্লাব ফুটবলের বিরতিতে আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা। আগামী কয়েকদিন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন ফুটবলাররা।দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় মাঠে নামবে ব্রাজিল ও ভেনেজুয়েলা।
এর আড়াই ঘণ্টা পর (শুক্রবার ভোর সাড়ে ৫টায়) প্যারাগুয়ের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।ব্রাজিল বনাম ভেনেজুয়েলা ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিলপরিসংখ্যান ইতিবাচক হলেও জুজুর ভয় পুরোপুরি কাটিয়ে মাঠে নামতে পারবে কিনা ব্রাজিল, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। কারণ, সেলেসাওরা এখন আগের মতো শক্তিশালী অবস্থানে নেই।
অন্যদিকে ধীরে ধীরে উন্নতির পথে হাঁটছে ভেনেজুয়েলা।অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে প্যারাগুয়ের ম্যাচে জয়ের পেন্ডুলাম ঝুঁকে আছে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার দিকেই।২০১৬ সালের পর কখনো আলবিলেস্তাদের হারাতে পারেনি প্যারাগুয়ে। আর্জেন্টিনার ব্পিক্ষে টানা ৫ ম্যাচে জয়বঞ্চিত প্যারাগুয়ে এবার কী করে, সেটাই দেখার অপেক্ষা।এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। অদ্ভুত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।