ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত

প্রতীকি ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারায়গঞ্জ অপরজন মুন্সিগঞ্জের বাসিন্দা। পিকআপ ভ্যানচালকের বয়স আনুমানিক (৩৮) ও ট্রাকচালকের (৪৫) হবে।

শনিবার (৪ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়ি দু’টি সড়কের পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা চালক দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ, ২ চালক নিহত

আপডেট সময় ১১:৫৬:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারায়গঞ্জ অপরজন মুন্সিগঞ্জের বাসিন্দা। পিকআপ ভ্যানচালকের বয়স আনুমানিক (৩৮) ও ট্রাকচালকের (৪৫) হবে।

শনিবার (৪ জুলাই) সকালে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের চৌধুরীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কংকরবাহী ট্রাকের সঙ্গে রায়পুর থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়ি দু’টি সড়কের পাশে খালে পড়ে যায়। স্থানীয়রা চালক দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া জানান, নিহতদের পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।