নওগাঁ কর আইনজীবী সমিতির সভাপতি হিসেবে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। শনিবার (২ আগস্ট) শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক আলোচনা সভায় বারের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ ফলাফল ঘোষণা করা হয়।
আলোচনা সভায় কর আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন, কর আইনজীবী সমিতি আগামী দিনে আরও গতিশীল ও প্রভাবশালী ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সহ-সভাপতি: মোজাম্মেল হক
সাধারণ সম্পাদক: মোস্তফা মাহবুব
যুগ্ম সাধারণ সম্পাদক: মিনহাজুল ইসলাম
ট্রেজারার: ওয়াহিদুজ্জামান মুকুল
দফতর সম্পাদক: যতন কুমার দেবনাথ
নির্বাহী সদস্য: আনোয়ার হোসেন রানা, এস.এম. সারোয়ার হোসেন, এনামুল হক প্রমুখ।
আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন বারের সদস্যরা।
নতুন নেতৃত্ব কর আইনজীবীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা জানানো হয় সভায়।