নওগাঁ কর আইনজীবী সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন কমিটি গঠন ও সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, আবু রশিদ মো. রফিক মান্নান, নাজমুল ইসলাম কবিরাজ, মোজাম্মেল হক, জাফরুল ইসলাম, মুকুল চন্দ্র কবিরাজ, মিনহাজুল ইসলাম, মোস্তফা মাহাবুব, মনসুর আলী, জাকারিয়া হোসেন, মাহানুল ইসলাম, আবু তাহের মুহাম্মদ সেলিম, এনামুল হকসহ অনেক সদস্য।
বক্তারা বলেন, কর আইনজীবী সমিতি দেশের রাজস্ব ব্যবস্থার অন্যতম অংশীদার। সংগঠনকে আরও গতিশীল ও সক্রিয় রাখতে হলে প্রয়োজন কার্যকর নেতৃত্ব ও সমন্বয়। তাই আগামীতেই একটি শক্তিশালী নতুন কমিটি গঠন করে কর্মপরিকল্পনা হাতে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
আলোচনায় অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আইনজীবীদের পেশাগত মর্যাদা ও কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।