ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপের ম্যাচ সূচিতে পরিবর্তন

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ৫৮৯ Time View

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আমিরাতে তীব্র গরমের কারণে এশিয়া কাপের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। তবে আরব আমিরাত ও ওমানের ১৫ সেপ্টেম্বরের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।

প্রধান আকর্ষণ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে UAE-এর বিপক্ষে, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে।

বাংলাদেশ শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)

৯ সেপ্টেম্বর –আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১০ সেপ্টেম্বর –ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮: ৩০
১১ সেপ্টেম্বর –বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮: ৩০
১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮: ৩০
১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮: ৩০
১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধা ৬.০০
১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮: ৩০
১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম UAE, দুবাই – রাত ৮: ৩০
১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮: ৩০

২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮: ৩০
২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮: ৩০
২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮: ৩০
২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮: ৩০
২৯ সেপ্টেম্বর – সংরক্ষণকৃত দিন (রিজার্ভ ডে)।

ট্যাগস

এশিয়া কাপের ম্যাচ সূচিতে পরিবর্তন

আপডেট সময় ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

এশিয়া কাপ ক্রিকেটের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আমিরাতে তীব্র গরমের কারণে এশিয়া কাপের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টির শুরু সময় আধাঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা)। তবে আরব আমিরাত ও ওমানের ১৫ সেপ্টেম্বরের ম্যাচ শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়)।

প্রধান আকর্ষণ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত তাদের অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে UAE-এর বিপক্ষে, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিপক্ষে।

বাংলাদেশ শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে।

এশিয়া কাপ ২০২৫ এর পরিবর্তিত সময়সূচি (বাংলাদেশ সময়)

৯ সেপ্টেম্বর –আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১০ সেপ্টেম্বর –ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, দুবাই – রাত ৮: ৩০
১১ সেপ্টেম্বর –বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি – রাত ৮: ৩০
১২ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম ওমান, দুবাই – রাত ৮: ৩০
১৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি – রাত ৮: ৩০
১৪ সেপ্টেম্বর – ভারত বনাম পাকিস্তান, দুবাই – রাত ৮: ৩০
১৫ সেপ্টেম্বর – সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান, আবুধাবি – সন্ধা ৬.০০
১৫ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই – রাত ৮: ৩০
১৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৭ সেপ্টেম্বর – পাকিস্তান বনাম UAE, দুবাই – রাত ৮: ৩০
১৮ সেপ্টেম্বর – শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, আবুধাবি – রাত ৮: ৩০
১৯ সেপ্টেম্বর – ভারত বনাম ওমান, আবুধাবি – রাত ৮: ৩০

২০ সেপ্টেম্বর – B1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২১ সেপ্টেম্বর – A1 বনাম A2, দুবাই – রাত ৮: ৩০
২৩ সেপ্টেম্বর – A2 বনাম B1, আবুধাবি – রাত ৮: ৩০
২৪ সেপ্টেম্বর – A1 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৫ সেপ্টেম্বর – A2 বনাম B2, দুবাই – রাত ৮: ৩০
২৬ সেপ্টেম্বর – A1 বনাম B1, দুবাই – রাত ৮: ৩০
২৮ সেপ্টেম্বর – ফাইনাল, দুবাই – রাত ৮: ৩০
২৯ সেপ্টেম্বর – সংরক্ষণকৃত দিন (রিজার্ভ ডে)।