নওগাঁয় ধারালো অস্ত্রের আঘাতে এক নারী সহ ৩ জন আহত হয়েছে। আহতরা বর্তমানে রাজশাহী ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় ভুক্তভোগীরা একটি মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নওগাঁর পার নওগাঁ হাজি পাড়া মহল্লার বাসিন্দা শাহনাজ বেগম। তার প্রতিবেশী সবুজ হোসেন (৪০) ও মো: সোহাগ হোসেন (৪৫) । দীর্ঘ দিন থেকে ডিপের পানি নিয়ে শাহনাজ সহ এলাকার অনেকের সাথে বিরোধ চলছিল। সম্প্রতি আকাশের বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা তৈরী হয় ।
এ কারণে সাধারণ মানুষের চলাচল করতে সমস্যা হচ্ছে। এ সমস্যা দুর করতে শাহনাজের ছেলে আরিফুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী স্বর্না ৩ আগষ্ট জলাবদ্ধ পানি কেটে বের করার চেষ্টা করে। এ সময় সবুজ ও তার পিতা মাতা সহ আরো অন্তত ৭/৮ জন ধারালো হাসুয়া, চাকু ছোড়া, চা পাতি নিয়ে অতর্কিত হামলা চালায় আরিফুল ও তার স্ত্রীর উপর। কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসী কায়দায় বেপরোয়া হামলায় মারাত্বক জখম হয় । আসামীদের হাতে থাকা ধারালো অস্ত্রের কারণে আরিফুলের হাত, বুক সহ শরীরের বিভিন্ন অংশ কেটে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এ ছাড়া স্বর্না বেগমকে বেপরোয়া কোপানোর ফলে শরীরের একাধিক জায়গায় কেটে যায়। তাদের উদ্ধারের চেষ্টা করলে সাবিত (২৫) কে মারাত্বক জখম করে।
সন্ত্রাসী এ তান্ডব চালিয়ে আসামীরা দাপটের সাথে চলে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে আরিফুল ও স্বর্না বেগমের অবস্থা বেশি খারাপ হলে রাতেই তাদের রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক।
এ ঘটনায় শাহনাজ পারভির বাদি হয়ে পরদিন ৪ আগষ্ট নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা করেন । মামলায় ৫ জন কে আসামী করা হয়। তবে এখনো কাইকে আটক করতে পারেনি পুলিশ । নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম জানান, আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি ।