আজ ৩১ আগস্ট ২০২৫ রবিবার, নওগাঁ জেলা কার্যালয় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা এর সভাপতি নাজমুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী সাব্বীর আহমেদ এর সঞ্চালনায় ‘৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বলেন, ‘আমাদের কানে এখনও বাজে মুগ্ধের‘পানি লাগবে পানি’। আবু সাঈদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারিনি। মায়েদের বুকফাটা কান্না আমরা সহ্য করতে পারিনি। এই নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নেমেছিলাম।
তিনি বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়। কারণ, এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোটডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার-এসব বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে, তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুঁনি, চাঁদাবাজ তৈরী হয় এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাইনা।’
তিনি আরও বলেন, ‘আমরা ইসলাম, দেশ ও মানবতার জন্য সংগ্রাম করছি। রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই। কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য যেন উন্মাদ হয়ে উঠেছে।
তিনি বলেন, পীর সাহেব চরমোনাই-এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী এই অপতৎপরতা সম্পর্কে আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই। আমরা সবসময় সজাগ ও প্রস্তুত থাকবো।
আরো বলেন জুলাই আন্দোলনের চরম মূহূর্তে এক বক্তব্যে বলেন, “ওই নরপিশাচ! তুই আমার সন্তানদের বুকে গুলি করলি কেন? এই হৃদয়স্পর্শী বক্তব্য সারাদেশে জনগণের অন্তরে আলোড়ন তোলে। শুরু হয় ‘জুলাই জাগরণ’ যা পরবর্তীতে স্বৈরাচারবিরোধী গণপ্রতিরোধ আন্দোলনে রূপ নেয়। এই দিনটিকে ইতিহাসের পাতায় স্থান দেওয়ার জন্য আজকে সারাদেশে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত হচ্ছে।
তিনি অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, জুলাই মাসে অনুষ্ঠিত কর্মসূচিতে যারা শহীদ হয়েছেন, তাঁদের পরিবারকে পুনর্বাসন ও যথাযথ মর্যাদা প্রদান করতে হবে এবং আহতদের দ্রুত ও কার্যকর চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাতীয় নির্বাচন ঘিরেও জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আমরা সমানুপাতিক নির্বাচন ব্যবস্থা (Proportional Representation – PR) চালুর দাবি জানাই, যাতে দেশের সকল জনগোষ্ঠীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এবং সত্যিকার অর্থে জনগণের মতামত প্রতিফলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক আহমাদ শাফী ,নওগা জেলা যুব আন্দোলনের সভাপতি ফরহাদ আলম
সহ জেলা , নেতৃবৃন্দ।