নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির সামনে জমে থাকা পানিতে বৈদ্যুতিক পাম্প থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার আমির হোসেনের স্ত্রী রোকসানা (৫০) ও মেয়ে লামিয়া (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মাঠপাম্প দিয়ে পানি সেচতে গিয়ে প্রথমে রোকসানা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে লামিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মা-মেয়েকে উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ বর্তমানে খানপুর হাসপাতালেই রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি।