সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় দুলাল ঘোষ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) পাটকেলঘাটা থানার ঝড়গাছা গ্রামের একটি বাশবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুলাল ঘোষ ঝড়গাছা গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, স্থানীয়রা ভোরে গ্রামের মধ্যে একটি বাশবাগানে দুলাল ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার নাকে মুখে রক্তের দাগ ছিল বলেও জানান ওসি।