বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি জুয়েল (৪৫) ওরফে হাঁড়ি জুয়েল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলার কাহালু উপজেলার কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সাবগ্রাম এলাকার কালীপদ দাসের ছেলে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল তার বাড়ির পাশে বাঁশঝাড়ে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে। আটক জুয়েলের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন।