চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামের স্থানীয় একটি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল, স্থানীয় মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালু আক্তারের মেয়ে হাবীবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)।
স্থানীয়রা জানায়, অভিভাবকদের অসতর্কতায় বিকেলে পুকুর পাড়ে চলে যায় ওই তিন শিশু। এসময় খেলতে খেলতে তারা তিনজনই বাড়ির পাশের এ পুকুরটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। মরদেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষার পর তিনজনকেই মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পারুয়া ইউনিয়নের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, অসতর্ক অবস্থায় তিন শিশু চলে যায় পুকুর পাড়ে। এরপর পানিতে ডুবে তারা মারা যায়।
তিনি আরও বলেন, নিষ্পাপ শিশুদের এমন মৃত্যুর ঘটনা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্টাফ রিপোটার : 





















