চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর নতুন মোড় নিয়েছে মামলাটি। মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দেশত্যাগ রোধে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
ওসি বলেন, “এজাহারে ১১ জনকে নামীয় আসামি ও অজ্ঞাত আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। দেশে থাকা আসামিদের শনাক্ত ও অবস্থান নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য তাদের নাম ও তথ্য ইতোমধ্যে ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।
গত ২১ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন। এতে আসামিদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডনসহ মোট ১১ জন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালে প্রতিবেদন দেয় যে, সালমান আত্মহত্যা করেছেন। তবে শুরু থেকেই তার মা নীলা চৌধুরী দাবি করে আসছেন, এটি পরিকল্পিত হত্যা ছিল।
নতুন মামলা দায়েরের মধ্য দিয়ে ২৯ বছর পর আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে ঢালিউডের কিংবদন্তি নায়কের মৃত্যুর রহস্য।

বিনোদন ডেস্ক: 




















