নারী ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে অবস্থান করা অস্ট্রেলিয়া নারী দলের দুই ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে টিম হোটেল থেকে হাঁটতে হাঁটতে একটি ক্যাফেতে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এক মোটরবাইক আরোহী তাদের উদ্দেশে অশালীন আচরণ করেন। সঙ্গে সঙ্গে দুই ক্রিকেটার দলের নিরাপত্তা টিমকে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্স, যিনি পরবর্তীতে এমআইজি পুলিশ স্টেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্দোরে একটি ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে একজন মোটরসাইকেল আরোহী অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। দলের নিরাপত্তা কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানালে তারা তদন্ত শুরু করে।”
ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া বলেন, ‘অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। আমরা বিষয়টির তদন্ত করে আকিল নামের অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করেছি। তার নামে পুরনো মামলাও আছে।’
পুলিশ জানিয়েছে, ইন্দোরের রেডিসন হোটেলের বাইরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনা ঘটে। তারা অভিযোগ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যে বিষয়টি তদন্ত করে অপরাধীকে গ্রেফতার করেছেন। অস্ট্রেলিয়া নারী দলের ক্রিকেটারের এমন পরিস্থিতিতে পড়তে হওয়ায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন দুঃখ প্রকাশ করেছে। ওই দুই নারী ক্রিকেটার দ্রুত মানসিক ধাক্কা সামলে উঠবেন এই আশা ব্যক্ত করেছে।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে। গ্রুপ পর্বে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। এর আগে ইন্দোরে ইংল্যান্ডকে হারিয়েছে অজি নারীরা।

ক্রীড়া ডেস্ক: 




















