মঙ্গলবার (২১ অক্টোবর) রাতের দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মিরসহ বেশ কয়েকটি এলাকা কেঁপে উঠেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর নিশ্চিত করেছে।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের (পিএমডি) অধীনে ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে, যা ভূপৃষ্ঠ থেকে ২৩৪ কিলোমিটার গভীরে। হিমালয় পর্বতমালার আফগানিস্তানে প্রবেশ করা অংশকেই হিন্দুকুশ পর্বতমালা বলা হয়। এই অঞ্চলে ভূমিকম্প হওয়া পাকিস্তান-আফগানিস্তানে কোনো বিরল ঘটনা নয়, কারণ দেশটি ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থান করছে।
জিও নিউজ জানিয়েছে, ভূমিকম্পের কম্পন পাকিস্তানের পাঞ্জাবের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রল, মুরি, আজাদ কাশ্মিরের সামাহনি, ভিমবের এবং অন্যান্য অঞ্চলে অনুভূত হয়েছে। তবে এখনও কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্র চার দিন আগে পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই সময়ও কম্পন ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া এবং আশেপাশের এলাকায় অনুভূত হয়। এছাড়া গত সেপ্টেম্বরে আফগানিস্তানে ৬ মাত্রার এক ভূমিকম্পে ২,২০০-এরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। তথ্যসূত্র : জিও নিউজ

আন্তর্জাতিক ডেস্ক: 





















