রাউজানের বাগোয়ান ইউনিয়নে ইরফাত হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইরফাত হোসেন বাগোয়ান ইউনিয়নের গশ্চি মাতব্বর টেক এলাকার দুবাই প্রবাসী রবিউল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাদের পুরাতন বাড়িতে বেড়াতে যান। বিকেল ৫টার দিকে ফিরে এসে ঘরের দরজা খুললে দেখা যায়, ইরফাতের ঝুলন্ত মরদেহ।
প্রেমঘটিত কারণে ইরফাত আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্টাফ রিপোটার : 





















