নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, সোমবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে লক্ষ্মীপুর টু ঢাকা আঞ্চলিক মহাসড়কের নরোত্তমপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে গ্রামীণ ইকোনো এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বাসটি তাদের হেফাজতে নেয়। তবে বাসটির চালক পালিয়ে যায়।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জোবাইরুল হক জানান, বাসটি পুলিশ জব্দ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের আলোকে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।