কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক মোহাম্মদ আহনাফের (১৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সমুদ্র পাড়ার ১ নং ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মোহাম্মদ আহনাফ জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা।
মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সি সেইফ লাইফগার্ডের সিনিয়রকর্মী মোহাম্মদ ওসমান।
নিহত জুহায়ের আয়মান (১৮) বগুড়া সদরের বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাটনাপাড়ার বাসিন্দা মো. শরিফুল ইসলাম ও মনিরা সুলতানা দম্পতির ছেলে। তিনি জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।
খবর পেয়ে লাইফগার্ড ও বীচ কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
সি সেইফ লাইফগার্ডের কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে তিনবন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এসময় তিনজনই ভেসে যায়। তবে লাইফগার্ড কর্মীরা অভিযান চালিয়ে দুইজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও আহনাফ ভেসে যায়। ১৬ ঘণ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল ইসলাম বলেন, বগুড়া থেকে স্বপরিবারে তারা বেড়াতে এসেছিলো আহনাফ। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।