আল-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফিলিস্তিন হচ্ছে বর্তমান পৃথিবীর বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ। সেখানে মানুষ হত্যা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, খাদ্য ও ওষুধের সংকটে অসংখ্য মানুষ মৃত্যুর প্রহর গুনছে। মানব ইতিহাসে এমন নিষ্ঠুরতা আর কখনও দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১০ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের হিড়িক চলছে। ধর্মীয় সংঘাত, যুদ্ধের নামে গণহত্যাও রয়েছে সংকটের তালিকায়। পৃথিবীতে বিচারহীনতার সবচেয়ে বড় উদাহরণ ফিলিস্তিন। সেখানে মানুষ হত্যা যেন স্বাভাবিক হয়ে গেছে। সেখানকার মানুষ না খেয়ে মৃত্যুর প্রহর গুনছে। কুড়ে কুড়ে একটি জনপদের মানুষদের শেষ করে দেয়া হচ্ছে। সেখানকার তাণ্ডব গোটা পৃথিবীর মানুষ বসে বসে দেখছে।
তিনি বলেন, মোহাম্মদ (সা.) যে জীবনাদর্শ রেখে গেছেন তা দিয়ে এ সকল সংকট কাটানো সম্ভব। মহাগ্রন্থ আল-কুরআনে অসংখ্যবার ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় বারবার মানবজাতিকে আল্লাহ তায়ালা সতর্ক করেছেন। রাসুল (সা.)-কেও ন্যায়বিচার প্রতিষ্ঠা থেকে সরানোর জন্য নানাবিধ অপচেষ্টা করা হয়েছিল। আজ রাসুল (সা.)-এর জীবন দর্শন নিয়ে আমরা গর্ব করি, আলোচনা করি, কিন্তু বাস্তব জীবনে আমরা তা বাস্তবায়ন করি না। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।
সীরাতুন নবী উদযাপন কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিভিন্ন বিভাগের শিক্ষক ও হাজারো শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিলেন।