ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

  • ক্রীড়া ডেস্ক:
  • আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯৩ Time View

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে স্বাগত জানাতে দলটির অফিসিয়াল পেজে লেখা হয়েছে, ‘স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।’

গত আসরে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ডারবানস। ১০ ম্যাচে মাত্র দুটি জিতে লিগ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এবারের মৌসুমে তাইজুলকে ঘিরেই স্পিন বিভাগে ভরসা খুঁজছে দলটি।

তাইজুল বাংলাদেশের টেস্ট দলে অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ তিনি পাননি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচ খেলে ৮৮ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার। গড় ২৬.২৯ আর ইকোনমি ৭.৪২। তবে এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

এসএ টোয়েন্টির এই নিলামে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তাইজুল ছাড়া বাকি ১০ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তবে দল পেয়েছেন শুধু তাইজুল। মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি অবিক্রীত থেকে যান।

এসএ টোয়েন্টিতে সুযোগ পেলেও সেখানে খেলা নিয়ে শঙ্কায় তাইজুল। কারণ আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) আয়োজনে এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী ২৩ জানুয়ারি এবং চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

আপডেট সময় ১২:২২:১৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে দল পেলেন স্পিনার তাইজুল ইসলাম। তাকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাইজুলকে স্বাগত জানাতে দলটির অফিসিয়াল পেজে লেখা হয়েছে, ‘স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয়।’

গত আসরে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ডারবানস। ১০ ম্যাচে মাত্র দুটি জিতে লিগ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এবারের মৌসুমে তাইজুলকে ঘিরেই স্পিন বিভাগে ভরসা খুঁজছে দলটি।

তাইজুল বাংলাদেশের টেস্ট দলে অবিচ্ছেদ্য অংশ। টি-টোয়েন্টিতে খুব বেশি সুযোগ তিনি পাননি। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র দুটি। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচ খেলে ৮৮ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি স্পিনার। গড় ২৬.২৯ আর ইকোনমি ৭.৪২। তবে এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি।

এসএ টোয়েন্টির এই নিলামে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস ও তাইজুল ছাড়া বাকি ১০ জন বাংলাদেশি ক্রিকেটার হলেন তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। তবে দল পেয়েছেন শুধু তাইজুল। মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি অবিক্রীত থেকে যান।

এসএ টোয়েন্টিতে সুযোগ পেলেও সেখানে খেলা নিয়ে শঙ্কায় তাইজুল। কারণ আগামী মৌসুমের এসএ টোয়েন্টি শুরু হবে ডিসেম্বরে। একই সময়ে বিপিএলও হয়ে থাকে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) আয়োজনে এসএ টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী ২৩ জানুয়ারি এবং চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471