ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমা সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।পরে রাত ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে এগিয়ে আসে। এসময় বিজিবির চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে খালের পাড়ে তল্লাশি করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে চিহ্নিত চোরাকারবারিদের আটকের জন্য রাত ও সকালে অভিযান পরিচালনা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগস

সর্বাধিক পঠিত

উখিয়ায় অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০১:১৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমা সীমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।পরে রাত ৯টা ৩০ মিনিটের দিকে মিয়ানমার দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা প্রদর্শন করে এগিয়ে আসে। এসময় বিজিবির চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে খালের পাড়ে তল্লাশি করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে চিহ্নিত চোরাকারবারিদের আটকের জন্য রাত ও সকালে অভিযান পরিচালনা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471