ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় নকল ওষুধ কারখানার সন্ধান, পরিচালককে কারাদণ্ড Logo ডিবিসির সাংবাদিক সাজুর উপর হামলাকারী কনক কে ১০ দিনেও আটক করতে পারেনি পুলিশ Logo ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ Logo পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব Logo নওগাঁ ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে মারধর Logo পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা Logo ৫ বছর পর দেশে এসেছেন শাবানা Logo নুরাল পাগলের কবর ভাঙচুরে স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার Logo মার্কিন বাণিজ্যে শুল্ক ছাড় পাচ্ছে মিত্র দেশগুলো, ট্রাম্পের নতুন আদেশ Logo বরগুনায় নিজ বসতঘর থেকে স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌরভ ছড়াচ্ছে ফুল বাজার

ফাইল ফটো

বানিজ্য ডেক্সঃ  স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হলে আবারও বেড়ে যায় ফুলের চাহিদা। ফলে টানা পাঁচ মাসের মন্দা সরে গিয়ে ফিরে এলো প্রাণচাঞ্চল্য।

ফুল উৎপাদন, বাজারজাতকরণ ও খুচরা ফুল ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে প্রায় ৫০ লাখ মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। এখন আবার ফুল বিক্রি শুরু হওয়ায় ফুল চাষিরা শেড তৈরি, চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। এই খাতটি গতিশীল করতে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সব সামাজিক অনুষ্ঠান চালু করে দেওয়াসহ এ খাতে সরকারি প্রণোদনা জরুরি বলে দাবি করেছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।

যশোরের ফুল চাষি লিয়াকত আলী কালের কণ্ঠকে বলেন, ‘করোনা ও আম্ফানের কারণে বড় ক্ষতির মুখে পড়েছিলাম ফুল চাষিরা। আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি, পুরোদমে ফুল উৎপাদন শুরু করেছি। এখন ফুল বিক্রিও করতে পারছি। ফুলের চাহিদাও দিন দিন বাড়ছে।

সে কারণে চাষিরা ফুলের গাছগুলোর পরিচর্যাও বাড়িয়ে দিয়েছে। কিছু ফুল গাছ আছে একবার লাগানো হলে তিন থেকে চার বছর উৎপাদন করা যায়। সামনে শীত মৌসুম, তাই যশোরসহ সব ফুল চাষি এক মাস আগে থেকেই চারা রোপণের প্রস্তুতি নিচ্ছে। তিন মাসের মধ্যে বাজারে উঠবে সে ফুলগুলো। আমি সাত বিঘা জমির মধ্যে বিভিন্ন ধরনের ফুলের চাষ করি।’

রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী ও অনন্যা পুষ্পবিতানের মালিক মো. লোকমান হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘স্বাভাবিকের তুলনায় এখন প্রায় ৫০ শতাংশ ফুল বিক্রি হচ্ছে। সামনের মাসে আরো বাড়বে। কিছু কমিউনিটি সেন্টারে বুকিং চলছে। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হলে আমরা ফুল বিক্রিতে কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারব।

করোনার প্রভাবে দীর্ঘদিন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও জাতীয় অনুষ্ঠানগুলো বন্ধ থাকায় ফুল বিক্রি একদম বন্ধ ছিল। সে কারণে ফুল চাষি থেকে শুরু করে এ খাতের সঙ্গে যারা জড়িত সবাই অনেক ক্ষতির মধ্যে ছিল।’

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মো. আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় ফুল বিক্রি হয়নি। চাষি ও বিক্রেতাদের অনেক ক্ষতি হয়েছে। এখন আবার ফুল বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরু হওয়ায় চাষিরাও ফুলের চারা রোপণ ও পরিচর্যায় মনোযোগ দিয়েছেন।

গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিছু ফুল রপ্তানিও হয়। তিনি আরো বলেন, ‘সরকারের কাছে আমাদের একটি দাবি, করোনা পরিস্থিতি যেহেতু সহজে শেষ হচ্ছে না তাই করোনার কারণে যেসব সামাজিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে পালনের অনুমতি দিলে আমরা তিন থেকে চার মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারব।’

ট্যাগস

নওগাঁয় নকল ওষুধ কারখানার সন্ধান, পরিচালককে কারাদণ্ড

সৌরভ ছড়াচ্ছে ফুল বাজার

আপডেট সময় ১১:০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

বানিজ্য ডেক্সঃ  স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হলে আবারও বেড়ে যায় ফুলের চাহিদা। ফলে টানা পাঁচ মাসের মন্দা সরে গিয়ে ফিরে এলো প্রাণচাঞ্চল্য।

ফুল উৎপাদন, বাজারজাতকরণ ও খুচরা ফুল ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থেকে প্রায় ৫০ লাখ মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। এখন আবার ফুল বিক্রি শুরু হওয়ায় ফুল চাষিরা শেড তৈরি, চারা রোপণ ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। এই খাতটি গতিশীল করতে করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা সব সামাজিক অনুষ্ঠান চালু করে দেওয়াসহ এ খাতে সরকারি প্রণোদনা জরুরি বলে দাবি করেছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি।

যশোরের ফুল চাষি লিয়াকত আলী কালের কণ্ঠকে বলেন, ‘করোনা ও আম্ফানের কারণে বড় ক্ষতির মুখে পড়েছিলাম ফুল চাষিরা। আমরা আবার ঘুরে দাঁড়াচ্ছি, পুরোদমে ফুল উৎপাদন শুরু করেছি। এখন ফুল বিক্রিও করতে পারছি। ফুলের চাহিদাও দিন দিন বাড়ছে।

সে কারণে চাষিরা ফুলের গাছগুলোর পরিচর্যাও বাড়িয়ে দিয়েছে। কিছু ফুল গাছ আছে একবার লাগানো হলে তিন থেকে চার বছর উৎপাদন করা যায়। সামনে শীত মৌসুম, তাই যশোরসহ সব ফুল চাষি এক মাস আগে থেকেই চারা রোপণের প্রস্তুতি নিচ্ছে। তিন মাসের মধ্যে বাজারে উঠবে সে ফুলগুলো। আমি সাত বিঘা জমির মধ্যে বিভিন্ন ধরনের ফুলের চাষ করি।’

রাজধানীর শাহবাগের ফুল ব্যবসায়ী ও অনন্যা পুষ্পবিতানের মালিক মো. লোকমান হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘স্বাভাবিকের তুলনায় এখন প্রায় ৫০ শতাংশ ফুল বিক্রি হচ্ছে। সামনের মাসে আরো বাড়বে। কিছু কমিউনিটি সেন্টারে বুকিং চলছে। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান শুরু হলে আমরা ফুল বিক্রিতে কিছুটা হলেও স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারব।

করোনার প্রভাবে দীর্ঘদিন পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও জাতীয় অনুষ্ঠানগুলো বন্ধ থাকায় ফুল বিক্রি একদম বন্ধ ছিল। সে কারণে ফুল চাষি থেকে শুরু করে এ খাতের সঙ্গে যারা জড়িত সবাই অনেক ক্ষতির মধ্যে ছিল।’

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি মো. আব্দুর রহিম কালের কণ্ঠকে বলেন, করোনার কারণে দীর্ঘ পাঁচ মাস সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকায় ফুল বিক্রি হয়নি। চাষি ও বিক্রেতাদের অনেক ক্ষতি হয়েছে। এখন আবার ফুল বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরু হওয়ায় চাষিরাও ফুলের চারা রোপণ ও পরিচর্যায় মনোযোগ দিয়েছেন।

গত অর্থবছরে প্রায় দেড় হাজার কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিছু ফুল রপ্তানিও হয়। তিনি আরো বলেন, ‘সরকারের কাছে আমাদের একটি দাবি, করোনা পরিস্থিতি যেহেতু সহজে শেষ হচ্ছে না তাই করোনার কারণে যেসব সামাজিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, সেগুলো স্বাস্থ্যবিধি মেনে পালনের অনুমতি দিলে আমরা তিন থেকে চার মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারব।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471