ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গা চুক্তি নবায়ন আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০১:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩৪ Time View

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়নে দুই দেশই সম্মত হয়েছে। এ লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকে বসবে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

জেআরসির একটি সূত্র জানিয়েছে, ঢাকার পক্ষ থেকে সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল দিল্লি সফরে যাবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে তিস্তা ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন গঙ্গার পানি ভাগাভাগি করে দুই দেশ। কারিগরি পর্যায়ের প্রতিবেদন বলছে, ভাগাভাগি নিয়ম অনুযায়ী হচ্ছে। তবে সম্প্রতি বাংলাদেশ গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতকে।

ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের আশা, আসন্ন বৈঠকে চুক্তি নবায়ন সংক্রান্ত প্রস্তুতি আরও এগিয়ে যাবে।

ট্যাগস

গঙ্গা চুক্তি নবায়ন আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

আপডেট সময় ০১:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদী গঙ্গা পানি বণ্টন চুক্তি ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়নে দুই দেশই সম্মত হয়েছে। এ লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বৈঠকে বসবে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)।

জেআরসির একটি সূত্র জানিয়েছে, ঢাকার পক্ষ থেকে সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল দিল্লি সফরে যাবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টনে চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে তিস্তা ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিদিন গঙ্গার পানি ভাগাভাগি করে দুই দেশ। কারিগরি পর্যায়ের প্রতিবেদন বলছে, ভাগাভাগি নিয়ম অনুযায়ী হচ্ছে। তবে সম্প্রতি বাংলাদেশ গঙ্গার পানি প্রবাহ কমে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতকে।

ঢাকা ও দিল্লির কর্মকর্তাদের আশা, আসন্ন বৈঠকে চুক্তি নবায়ন সংক্রান্ত প্রস্তুতি আরও এগিয়ে যাবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471