ডেক্স রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৫ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা।
মৃত বেক্তিরা হলেন-জেলার সদর উপজেলার সালেহিন আহমেদ সাদেক (৩৫), এলাচি বেগম (৪৫), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫), ঈশ্বরগঞ্জের শরবিন্দু কুমার চক্রবর্তী হাবুল (৭২) ও টাঙ্গাইলের শফিপুরের শামসুল হক (৭০)।
এ ছাড়া কোভিড উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদর উপজেলার আবদুর রশিদ (৬৫), খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালের আবদুর রশিদ (৬০), গাজীপুরের শ্রীপুরের হেলাল মিয়া (৪০) ও সুমতি পাল (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি আরও জানান, রোগীর চাপ বাড়ায় করোনা ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্র শয্যা বাড়িয়ে ২২ জন রোগী ভর্তি রয়েছেন।
এ ছাড়া ২১০ শয্যার সাধারণ ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ২৫০ জন। মোট রোগী ভর্তি আছে ২৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
এ নিয়ে গত সাত দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোভিড শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত সাত দিনে মৃত্যু হয়েছে ৬২ জনের। জেলায় সাত দিনে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৭২ জন।
শনিবার (৩ জুলাই) জেলায় আরও ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ বলে জানান ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. নজরুল
মহামারি করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ২১৫ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন।
রোববার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে করোনা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৭৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ২৫৫ জনের।

নিউজ ভিশন টুডে ডেস্ক : 



























