ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো– ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে আরাফাত (২) ও রবি মিয়ার মেয়ে ফাতেমা (২)।
জানা যায়, শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। খোঁজাখুঁজির পর এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, ‘শিশুদের মরদেহগুলো আইনানুসারে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

স্টাফ রিপোটার : 





















