ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ্।
বুধবার (৭ জানুয়ারি) সকালে আসন্ন নির্বাচন উপলক্ষে এনজিও ব্যুরো সম্মেলন কক্ষে নাগরিক পর্যবেক্ষণ প্রক্রিয়া আরও শক্তিশালী করতে নতুন একটি নির্বাচন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় নির্বাচন কমিশনার মোঃ সানাউল্লাহ বলেন, ‘বিগত তিন নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি তাদের নিবন্ধন দেয়া হয়নি। বলেন, ত্রয়োরদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ৮১টি সংস্থা নিবন্ধন পেয়েছে।’
পর্যবেক্ষকদের নির্বাচন কমিশনের তৃতীয় চক্ষু হিসেবে অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, নীতিমালা মেনে সব কাজ করা গেলে নাগরিক পর্যবেক্ষকদের সব ধরণের সহযোগিতা দেবে ইসি।
পর্যবেক্ষকদের বয়সসীমা ২১ বছর করা হয়েছে জানিয়ে-অল্প বয়সীদের পর্যবেক্ষকদের আবেগ নিয়ন্ত্রণ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এ নির্বাচন কমিশনার।

স্টাফ রিপোর্টার: 





















