ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

করোনা: চীনা ভ্যাকসিন কম কার্যকর, নতুন কৌশল নিচ্ছে সরকার

স্টাফ রিপোটার : নিজেদের তৈরি করা করোনাভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে স্বীকার করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এজন্য দেশটির সরকার ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে এর মিশ্রণ তৈরি করার কথা ভাবছে। খবর এপির।

শনিবার (১০ এপ্রিল) চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু বলেছেন, চীনা ভ্যাকসিনের ‘উচ্চ প্রতিরোধী ক্ষমতা নেই’।

বেইজিং এরই মধ্যে অন্যান্য দেশে কয়েক মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন বিতরণ করেছে এবং পশ্চিমা ভ্যাকসিনগুলোর কার্যকারিতা সম্পর্কে সন্দেহ বাড়ানোর চেষ্টা করছে।

গাও বলেন, ‘টিকার কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন টিকার মিশ্রণ তৈরি করা উচিত কিনা তা এখন আনুষ্ঠানিকভাবে বিবেচনার বিষয়।’

চীনের তৈরি সিনোভ্যাক টিকা ব্রাজিলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। সেখানে এই টিকা ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকার বলে দেখা যায়। অন্যদিকে ফাইজারের ভ্যাকসিন ৯৭ শতাংশ কার্যকর ছিল।

বেইজিং এখনও দেশটিতে ব্যবহারের জন্য বাইরের কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। ২০১৯ সালের শেষদিকে চীনে করোনাভাইরাসের উৎপত্তি হয়।

ট্যাগস

বনি আমার প্রেমিক ছিল না,ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা সেন

করোনা: চীনা ভ্যাকসিন কম কার্যকর, নতুন কৌশল নিচ্ছে সরকার

আপডেট সময় ০৬:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১

স্টাফ রিপোটার : নিজেদের তৈরি করা করোনাভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা কম বলে স্বীকার করেছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এজন্য দেশটির সরকার ভ্যাকসিনের কার্যকারিতা বাড়াতে এর মিশ্রণ তৈরি করার কথা ভাবছে। খবর এপির।

শনিবার (১০ এপ্রিল) চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান গাও ফু বলেছেন, চীনা ভ্যাকসিনের ‘উচ্চ প্রতিরোধী ক্ষমতা নেই’।

বেইজিং এরই মধ্যে অন্যান্য দেশে কয়েক মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন বিতরণ করেছে এবং পশ্চিমা ভ্যাকসিনগুলোর কার্যকারিতা সম্পর্কে সন্দেহ বাড়ানোর চেষ্টা করছে।

গাও বলেন, ‘টিকার কার্যকারিতা বাড়ানোর জন্য বিভিন্ন টিকার মিশ্রণ তৈরি করা উচিত কিনা তা এখন আনুষ্ঠানিকভাবে বিবেচনার বিষয়।’

চীনের তৈরি সিনোভ্যাক টিকা ব্রাজিলে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। সেখানে এই টিকা ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকার বলে দেখা যায়। অন্যদিকে ফাইজারের ভ্যাকসিন ৯৭ শতাংশ কার্যকর ছিল।

বেইজিং এখনও দেশটিতে ব্যবহারের জন্য বাইরের কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। ২০১৯ সালের শেষদিকে চীনে করোনাভাইরাসের উৎপত্তি হয়।