ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।

খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে বেশ কয়েক মাস অবস্থান করতে পারেন বলে জানা গেছে।

ট্যাগস

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

আপডেট সময় ০১:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।

খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। পরে ২০২০ সালের মার্চে তৎকালীন আওয়ামী সরকার নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে বেগম জিয়াকে সাময়িক মুক্তি দেয়। প্রতি ছয় মাস পরপর তার সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হয়।

চলতি বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন (৬ আগস্ট) বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে বেশ কয়েক মাস অবস্থান করতে পারেন বলে জানা গেছে।