ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোট তিনটি গাড়িতে আগুন লেগে যায়। এ ঘটনায় চারজন পুড়ে মারা গেছেন। তারা অ্যাম্বুলেন্সের আরোহী ছিলেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও সাতজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, খবর পেয়ে তারা গিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে আগুন লাগা বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা নেমে যান।আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন জানান।