ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

শাহবাগে বিডিআর স্বজনদের অবরোধ, যান চলাচল বন্ধ

  • স্টাফ রিপোটার :
  • আপডেট সময় ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৫৯১ Time View

পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে শহীদ মিনার থেকে পদযাত্রা করে দুপুর দেড়টার দিকে তারা শাহবাগে পৌঁছান। তারা শাহবাগ মোড়ে বসে পড়লে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তা হয়ে যানবাহন চলাচল বন্ধ হতে যায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দিদের স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার সুযোগ চাইছেন। এছাড়া বিডিআর স্বজনদের দাবি- পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত।বৃহস্পতিবার সকালে টানা দ্বিতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর স্বজনদের অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিডিআর সদস্যদের স্বজনদের এই কর্মসূচি শুরু হয় বুধবার সকাল থেকে। সেখানে মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের ‘অবিলম্বে’ মুক্তির দাবি জানানো হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।

ট্যাগস

বনি আমার প্রেমিক ছিল না,ওর সঙ্গে আর সিনেমা করব না: ঋত্বিকা সেন

শাহবাগে বিডিআর স্বজনদের অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় ০৩:০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

পিলখানায় বিডিআর বিদ্রোহের হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত এবং কারাবন্দিদের মুক্তিসহ তিন দফা দাবিতে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে সাবেক বিডিআর সদস্য এবং নিহত বিডিআর সদস্যদের পরিবারের স্বজনেরা শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন। পরে শহীদ মিনার থেকে পদযাত্রা করে দুপুর দেড়টার দিকে তারা শাহবাগে পৌঁছান। তারা শাহবাগ মোড়ে বসে পড়লে গুরুত্বপূর্ণ ওই চৌরাস্তা হয়ে যানবাহন চলাচল বন্ধ হতে যায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দিদের স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার সুযোগ চাইছেন। এছাড়া বিডিআর স্বজনদের দাবি- পিলখানা হত্যাকাণ্ডের সব বিডিআর জেলবন্দিদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডের মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত।বৃহস্পতিবার সকালে টানা দ্বিতীয় দিনের মত কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর স্বজনদের অবস্থান কর্মসূচি শুরু হয়।

বিডিআর সদস্যদের স্বজনদের এই কর্মসূচি শুরু হয় বুধবার সকাল থেকে। সেখানে মানববন্ধন করে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং কারাগারে থাকা সদস্যদের ‘অবিলম্বে’ মুক্তির দাবি জানানো হয়।উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।