মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশের সময় সেদেশের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।আটক ব্যক্তি মিয়ানমারের রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন- ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।
তিনি জানান, গোপন খবর ছিল নাফনদী পেরিয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা অবস্থান নিলে নাফনদী সাঁতরিয়ে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখা যায়।
এসময় টহলদল তাদের আটকের চেষ্টা করলে একজন তার কাঁধে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। অপরজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করলে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করে আসছেন। জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।