রংপুর প্রতিনিধি: রংপুরের সৈয়দপুর-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৪৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ জানুয়ারি) সকালে ওই সড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কুয়াশাচ্ছন্ন সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে সোমবার (২৫ জানুয়ারি) ভোরে রংপুরের উত্তম হাজিরহাট সড়কের হাফেজিয়া মাদরাসার কাছে ঘন কুয়াশার কারণে ট্রাক-কাভার্ডভ্যানসহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির বিভিন্ন অংশ।
এ দুর্ঘটনায় তিনজন ট্রাকচালক ও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী।