ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ নিহত ২

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহী কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মো. মানিকের ছেলে ও মহাদেবপুর বি এম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ফারদিন (২০) এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাতটার নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে নওহাটা-মহাদেবপুর সড়কের তেরোমাইল মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিন মারা যান এবং রেজুয়ান ইসলাম আহত হন। রেজুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রেজুয়ান মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, মহাদেবপুরের তেরোমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্যাগস

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ নিহত ২

আপডেট সময় ০৪:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহী কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মো. মানিকের ছেলে ও মহাদেবপুর বি এম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ফারদিন (২০) এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাতটার নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে নওহাটা-মহাদেবপুর সড়কের তেরোমাইল মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিন মারা যান এবং রেজুয়ান ইসলাম আহত হন। রেজুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রেজুয়ান মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, মহাদেবপুরের তেরোমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।