পোরশার প্রতিনিধি (নওগাঁ) :নওগাঁর পোরশায় বিষাক্ত সাপের কামড়ে নাজরিন বেগম (২৫) ও তার মেয়ে সোনালী পাখি (৩) নামের মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, উপজেলার নিতপুর তলাগানইর খন্দকারপাড়া গ্রামের মোজাহরুল ইসলামের স্ত্রী ও তার মেয়ে।
স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে প্রতিদিনের মত খাওয়া শেষে মা মেয়ে ঘুমিয়ে পড়ে। মাটির বাড়ীতে শুয়ে থাকা অবস্থায় তাদের দু’জনকে বিষাক্ত সাপ কামড় দেয়।
গুরুত্বর অবস্থায় রাতেই স্থানীয় ওঝা দ্বারা তাদের ঝাড়ফুক দেয়া হয় । পরে সকালে তাদের অবস্থা অবনতি হয় । বুধবার সকালে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে অাসে ।