ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

নেপালে সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন

আন্তর্জাতিক ডেস্কঃ  নেপালে সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় আরো ২১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১২টা নাগাদ নেপালের বাঁকে জেলার ঠুরিয়া জঙ্গলে ইস্ট–ওয়েস্ট হাইওয়ের ওপর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের বাহারাইচ জেলা থেকে একটি গাড়িতে নেপালের সাল্যান জেলায় ফিরছিলেন নেপালি পরিযায়ী শ্রমিকদের ওই দলটি।

ঠুরিয়া জঙ্গলের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা হৃদয়েশ সাপকোটা জানালেন, শ্রমিকদের গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল।

আচমকা দাঁড়িয়ে থাকা ট্রাকের কাছাকাছি এসে পড়ায় গাড়িচালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়ি।

বাঁকে জেলার পুলিশ কর্মকর্তা রামবাহাদুর কুরুংওয়াং জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আহতদের নেপালগঞ্জ শহরের ভেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

 

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নেপালে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত

আপডেট সময় ০৫:০১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ  নেপালে সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও এই দুর্ঘটনায় আরো ২১ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ১২টা নাগাদ নেপালের বাঁকে জেলার ঠুরিয়া জঙ্গলে ইস্ট–ওয়েস্ট হাইওয়ের ওপর।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের বাহারাইচ জেলা থেকে একটি গাড়িতে নেপালের সাল্যান জেলায় ফিরছিলেন নেপালি পরিযায়ী শ্রমিকদের ওই দলটি।

ঠুরিয়া জঙ্গলের কাছে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা হৃদয়েশ সাপকোটা জানালেন, শ্রমিকদের গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল।

আচমকা দাঁড়িয়ে থাকা ট্রাকের কাছাকাছি এসে পড়ায় গাড়িচালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ফলে ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়ি।

বাঁকে জেলার পুলিশ কর্মকর্তা রামবাহাদুর কুরুংওয়াং জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আহতদের নেপালগঞ্জ শহরের ভেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।