স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে আরও ২৯ জন মারা গেছেন।
এদের মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার রাত ৯টা পর্যন্ত নারীসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার বিকাল পর্যন্ত বাকিদের মৃত্যু হয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ নিশ্চিত হওয়া গেছে। করোনা পরীক্ষার জন্য অন্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। হাসপাতাল সূত্রে এসব জানা যায়।
করোনা পজিটিভ ধরা পড়া ব্যক্তিরা হলেন- নজরুল ইসলাম (৫৮), কাঞ্চি লাল দাস (৭৫), মাজেদা বেগম (৬৫), হুমায়ুন (৫০), জাকারিয়া (৬০) মোতালেব (৫২)-
এবং ফুলচাঁন শেখ (৩৮)। মারা যাওয়া অন্যরা হলেন- হাফিজা খাতুন (৩৫), হারিছ মিয়া, মো. আবদুল লতিফ (৬২), দেলোয়ার হোসেন (৫৬), সোহেল (৪২), বিশাসাখা (৪৫),-
মুকুল (৪৫), একরামুল হক (৬০), সুভাষ (৬৫), আবদুর রহমান (৫২), তোরাব হোসেন (৬৫), নওশের আলী (৮১), হাবিবুর রহমান (৫০), আবদুস সাত্তার মুন্সী-
(৬৫), আবদুল গাফফার (৫৬), ফারুকউজ্জামান (৪৫), মোকাম্মেল হোসেন (৭২), হামিদ (৭৫), আসমা (২৪), রঞ্জিত (৪১), আমিনুর রহমান (৫৬) ও আশরাফুল (৩২)।