ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে, গেটে ঝুলছে তালা Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত Logo রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় বাংলাদেশ ব্যর্থ হবে না: মির্জা ফখরুল Logo সাগরে লঘুচাপ,সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Logo নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু Logo প্রবাসীর কাছে চাঁদা চেয়ে কারাগারে বিএনপি নেতা Logo ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে এনসিপির আবেদন Logo চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস Logo যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের

নিলামে বিক্রি হলো মুশফিকের ব্যাট

মুশফিক ও তার ডাবল সেঞ্চুরি করা ব্যাট

ক্রীড়া ডেস্কঃ   নিলামে ব্যাট তুলে ভালো ঝামেলায় পড়েছিলেন মুশফিকুর রহিম। দুই দফা বন্ধ করে দেয়া হয় ব্যাটের নিলাম। শুধু মুশফিকের ব্যাট নয় ছিল মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাটের সঙ্গে আকবর আলীর জার্সি ও ব্যাটিং গ্লাভস।

প্রথম দুই দিনে মুশফিকের ব্যাটের দাম উঠে যায় ৪০ লাখের বেশি। ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা। চড়া দাম না ওঠার কারণও নেই কেন না এই ব্যাট দিয়েই বাংলাদেশ ক্রিকেট দেখেছিল প্রথম ডাবল সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে  খেলেছিলেন ঐতিহাসিক ইনিংসটি। কিন্তু এত দাম উঠে যাওয়ায় নিলামকারী অনলাইন প্রতিষ্ঠান পিকাবো’র সন্দেহ জাগে।

পরে জানা যায় নকল বিডিং হওয়াতেই অল্প সময়ে চড়া দাম উঠে যায়। যে কারণে নিলাম বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (১৪ মে) ছিল পাঁচ দিন ব্যাপী নিলামের শেষ দিন।

নিলাম শেষে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ১৫ মে, শুক্রবার রাত ৯ টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে লাইভে জানানো হবে নিলামে বিজয়ীর নাম ও কত টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি।

‘দীর্ঘ অপেক্ষার নিলাম কার্যক্রম শেষ হলো এইমাত্র। যাচাই-বাছাই শেষে আগামীকাল ১৫ই মে ২০২০ রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে “স্পোর্টস ফর লাইফ”-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম। “স্পোর্টস ফর লাইফ” ফেসবুক পেজে লাইভ হবে অনুষ্ঠানটি।’এই ব্যাট থেকে আসা অর্থের সবটাই ব্যয় করা হবে করোনা দূর্গত মানুষদের জন্য।

 

ট্যাগস

নওগাঁয় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিল ছেলে, গেটে ঝুলছে তালা

নিলামে বিক্রি হলো মুশফিকের ব্যাট

আপডেট সময় ০২:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০

ক্রীড়া ডেস্কঃ   নিলামে ব্যাট তুলে ভালো ঝামেলায় পড়েছিলেন মুশফিকুর রহিম। দুই দফা বন্ধ করে দেয়া হয় ব্যাটের নিলাম। শুধু মুশফিকের ব্যাট নয় ছিল মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাটের সঙ্গে আকবর আলীর জার্সি ও ব্যাটিং গ্লাভস।

প্রথম দুই দিনে মুশফিকের ব্যাটের দাম উঠে যায় ৪০ লাখের বেশি। ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৬ লাখ টাকা। চড়া দাম না ওঠার কারণও নেই কেন না এই ব্যাট দিয়েই বাংলাদেশ ক্রিকেট দেখেছিল প্রথম ডাবল সেঞ্চুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে  খেলেছিলেন ঐতিহাসিক ইনিংসটি। কিন্তু এত দাম উঠে যাওয়ায় নিলামকারী অনলাইন প্রতিষ্ঠান পিকাবো’র সন্দেহ জাগে।

পরে জানা যায় নকল বিডিং হওয়াতেই অল্প সময়ে চড়া দাম উঠে যায়। যে কারণে নিলাম বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার (১৪ মে) ছিল পাঁচ দিন ব্যাপী নিলামের শেষ দিন।

নিলাম শেষে মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে নিশ্চিত করেছেন ১৫ মে, শুক্রবার রাত ৯ টায় ‘স্পোর্টস ফর লাইফ’ ফেসবুক পেজে লাইভে জানানো হবে নিলামে বিজয়ীর নাম ও কত টাকায় বিক্রি হয়েছে ব্যাটটি।

‘দীর্ঘ অপেক্ষার নিলাম কার্যক্রম শেষ হলো এইমাত্র। যাচাই-বাছাই শেষে আগামীকাল ১৫ই মে ২০২০ রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানে “স্পোর্টস ফর লাইফ”-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম। “স্পোর্টস ফর লাইফ” ফেসবুক পেজে লাইভ হবে অনুষ্ঠানটি।’এই ব্যাট থেকে আসা অর্থের সবটাই ব্যয় করা হবে করোনা দূর্গত মানুষদের জন্য।