ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় এবার করোনায় আক্রান্ত একজন ব্যাংক কর্মকর্তা। তার বাড়ী ডোমার উপজেলার খামার বামুনিয়া এলাকায়।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সারোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২মে পয্যন্ত ডিমলা উপজেলার মোট ৯৪ জনের নমুনার সংগ্রহের মধ্যে ডিমলা উপজেলার বালাপড়া ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালাপাড়া শাখার কর্মকর্তা হোসেন মোহম্মদ হুমায়ুন কবীর(২৮) এর শরীরে করোনাভাইরাস পজেটিভ আসে। হোসেন মোহম্মদ হুমায়ুন কবীরের জ্বর সর্দি দেখা দিলে গত ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠায়।
পরীক্ষায় শনিবার তার শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হলে। ডিমলা হাসপাতাল কতৃপক্ষ রাতেই তাকে তার বসবাসরত ডিমলা সদরের কৃষি ব্যাংক সংলগ্ন মেস থেকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালের আইসলোশন বিভাগে প্রেরন করেন।
এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৫জন ।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, শনিবার রাতেই বালাপাড়া ইউনিয়নের কৃষি ব্যাংক শাখা ও ডিমলা সদরের মেস একটি দোকানসহ পাশের দুইটি বাড়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।