স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৭ এপ্রিল) দোকান খোলা রাখার নতুন সময় জানায় ডিএমপি। এর ফলে নগরবাসী নির্ধারিত এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রবাদি কিনতে পারবেন।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, পাড়া-মহল্লার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো এখন থেকে দুপুর ২টার পরিবর্তে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখতে পারবেন।
তবে স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপ আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
তবে ওষুধের দোকান এবং জরুরি সেবা এই নির্দেশনার আওতায় আসবে না। উদ্ভূত এ সংকট মোকাবিলায় সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।