ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ Logo নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা Logo ঢাকায় এলেন ভারতের পররাষ্ট্র সচিব Logo বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ জয় Logo নওগাঁয় চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মানব বন্ধন Logo নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা Logo সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নিজ উদ্যোগে ব্রেঞ্চ দিলেন বেলাল Logo বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই সিরিজ হার Logo মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি Logo বাংলাদেশের সঙ্গে ভারত ব্যবসা বন্ধ করলে তারাই ক্ষতিগ্রস্ত হবে: উপদেষ্টা সাখাওয়াত

সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ  প্রতিনিধি :  গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার কথা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে সুজন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত যুবকের বাবা মজিবর শেখসহ ২ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম বাহাড়া গ্রামে মুন্সি ও মাতুব্বর বংশের মধ্যে আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। রোববার এশার নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করাকে কেন্দ্র করে মজিবর শেখ ও মতি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকাল ৭টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় মুন্সি বংশের সমর্থক ও মজিবর শেখের ছেলে সুজন শেখ প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নিহতের বাবা মজিবর শেখ ও তুষার শেখ আহত হন।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল)মো. আনোয়ার হোসেন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় সবর সরদার নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে দোষীদের গ্রেফতারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন আল-আসাদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় ০১:৫৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০

গোপালগঞ্জ  প্রতিনিধি :  গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করার কথা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংর্ঘষে সুজন শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত যুবকের বাবা মজিবর শেখসহ ২ জন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পশ্চিম বাহাড়া গ্রামে মুন্সি ও মাতুব্বর বংশের মধ্যে আগে থেকেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। রোববার এশার নামাজের সময় সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করাকে কেন্দ্র করে মজিবর শেখ ও মতি মাতুব্বরের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জেরে সোমবার সকাল ৭টার দিকে দুই বংশের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় মুন্সি বংশের সমর্থক ও মজিবর শেখের ছেলে সুজন শেখ প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নিহতের বাবা মজিবর শেখ ও তুষার শেখ আহত হন।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল)মো. আনোয়ার হোসেন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ফের যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় সবর সরদার নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে দোষীদের গ্রেফতারের চেষ্টা এবং মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।