ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম Logo নির্বাচন ফেব্রুয়ারিতেই, আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন Logo রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি Logo নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রেস সচিব Logo বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা Logo গাজা দখলের পরিণাম ইসরাইলের জন্য হবে ভয়াবহ: হামাস Logo নওগাঁয় রাণীনগরে রাণীনগর অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন Logo স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে যাচ্ছে খালেদা জিয়া Logo মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার মূলহোতা গ্রেপ্তার Logo চীনের সামরিক কুচকাওয়াজে পুতিনের সাথে যোগ দেবেন কিমও

নওগাঁয় রাণীনগরে রাণীনগর অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নওগাঁর রাণীনগরে রক্তদাতা প্ল্যাটফর্ম “রাণীনগর অর্গানাইজেশন”-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রবি মোবাইল সার্ভিসিং সেন্টার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা মোঃ রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাফরুল ইসলাম। এছাড়া রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এদিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি বলেন—
“রাণীনগর অর্গানাইজেশন একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। অল্প সময়ে তাদের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এই সংগঠনকে আরও বড় পরিসরে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর রক্তদহ বিল পাখি পল্লী এলাকায় গাছের চারা রোপণ করেন ইউএনও।

ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে এসে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ডেভেলপার আব্দুল্লাহ আল মাহীদ জানান,
“২০২৫ সালের ২৫ জুলাই আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভবিষ্যতে শুধু আত্রাই ও রাণীনগর নয়, পুরো নওগাঁয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

সংগঠনটি ইতোমধ্যে www.raninagar.org ওয়েবসাইট চালু করেছে, যেখানে ৬০০+ এর অধিক রক্তদাতার তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। রোগীরা ঘরে বসেই নিজেদের গ্রুপ মিলিয়ে উপযুক্ত ডোনার খুঁজে নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এর আগে রাণীনগর ও আত্রাই উপজেলায় ব্যানার, লিফলেট ও প্রচারণার মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করেছে রাণীনগর অর্গানাইজেশন।

ট্যাগস

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের আল্টিমেটাম

নওগাঁয় রাণীনগরে রাণীনগর অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

আপডেট সময় ০১:০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নওগাঁর রাণীনগরে রক্তদাতা প্ল্যাটফর্ম “রাণীনগর অর্গানাইজেশন”-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার রক্তদহ বিল পাখি পল্লী ও পর্যটন এলাকায় এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে রবি মোবাইল সার্ভিসিং সেন্টার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্টা মোঃ রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাফরুল ইসলাম। এছাড়া রাণীনগর অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এদিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি বলেন—
“রাণীনগর অর্গানাইজেশন একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। অল্প সময়ে তাদের কার্যক্রম দ্রুত এগিয়ে চলেছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এই সংগঠনকে আরও বড় পরিসরে সামাজিক উন্নয়নে সম্পৃক্ত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর রক্তদহ বিল পাখি পল্লী এলাকায় গাছের চারা রোপণ করেন ইউএনও।

ক্যাম্পেইনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে এসে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ডেভেলপার আব্দুল্লাহ আল মাহীদ জানান,
“২০২৫ সালের ২৫ জুলাই আমরা এই সংগঠন প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ভবিষ্যতে শুধু আত্রাই ও রাণীনগর নয়, পুরো নওগাঁয় কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

সংগঠনটি ইতোমধ্যে www.raninagar.org ওয়েবসাইট চালু করেছে, যেখানে ৬০০+ এর অধিক রক্তদাতার তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। রোগীরা ঘরে বসেই নিজেদের গ্রুপ মিলিয়ে উপযুক্ত ডোনার খুঁজে নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এর আগে রাণীনগর ও আত্রাই উপজেলায় ব্যানার, লিফলেট ও প্রচারণার মাধ্যমে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করেছে রাণীনগর অর্গানাইজেশন।