ক্রীড়া ডেস্কঃ করোনা বিরতির পর থেকেই উল্টোরথে ছুটছে বার্সেলোনা। যে দল কিনা করোনাকাল শুরুর আগেও পয়েন্ট টেবিলের শীর্ষ ছিল, সেই দলই ফের মৌসুম শুরু হতেই খেই হারিয়ে ফেলল।
শুধু কি তাই, ১ ম্যাচ হাতে থাকতেই লা লিগার শিরোপাও খুইয়ে বসেছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা খোয়ানোর রাতে আবার ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে বসেছে বার্সা।
এই ম্যাচেরই একটি ছবি এখন অনলাইনে ভাইরাল হয়ে গেছে। ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত ওই ম্যাচের ৩৫তম মিনিটের মাথায় ১-০ গোলে পিছিয়ে পড়ে বার্সা।
দলের খেলা দেখে বিরক্ত বার্সা মিডফিল্ডার আর্থার মেলো তখন গ্যালারিতে হাই তুলছেন।
টেলিভিশনের ক্যামেরায় আর্থারের হাই তোলার মুহূর্তটি ধরা পড়ে। ডানদিকে কাত হয়ে তখন প্রায় ঘুমিয়ে পড়ছিলেন ব্রাজিলিয়ান তারকা।
এর কিছুক্ষণ পর ক্যামেরা তার দিকে তাক করতেই দেখা গেল নিজেকে সামলে নিয়েছেন তিনি। তবে মাস্কপরা অবস্থায় এবারও গা এলিয়ে বসে থাকতে দেখা যায় তাকে। চোখেমুখে কোনো অভিব্যক্তি নেই।
লা লিগার শিরোপা হারানো বার্সার সামনে এখনও চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ আছে। তবে ওসাসুনা ম্যাচের প্রথমার্ধে দলের খেলায় আর্থারের মতো বিরক্ত দলের সমর্থকরাও।
যার প্রতিফলন আর্থারের মাধ্যমেই দেখা গেল। তবে খোদ আর্থারের অবশ্য তেমন মন খারাপ করার কিছু নেই। কারণ চ্যাম্পিয়নস লিগের চলতি আসর শেষেই জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোদের সতীর্থ হতে যাচ্ছেন তিনি।