আন্তর্জাতিক ডেস্কঃ এশিয়ার দুই শক্তিধর দেশ ভারত ও চীনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব৷ তবে ঘটনার শুরু থেকেই বিশেষ নজর রাখছে আমেরিকা৷ ভারতকে কিছুটা আঁচ দিয়েছিল যুদ্ধে তাদেরই পক্ষে থাকবে আমেরিকা।
সাহায্য না চাইতেও উপযাজিকা হয়ে মধ্যস্ততার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সুযোগ বুঝে এবার চুপসে গেছে সেই ট্রাম্প প্রশাসন।
লাদাখের গালওয়ানে চিনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুতে শোকজ্ঞাপন করল আমেরিকা৷ পাশাপাশি হোয়াইট হাউজের তরফে জানানো হয়, ভারত ও চিনের পরিস্থিতির দিকে নজর রাখছে-
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন৷ জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ আমেরিকার এই বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র কেলি ম্যাকেনি বলেন, ‘পূর্ব লাদাখে ভারত-চিন পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত৷ আমরা পরিস্থিতির উপর-
নজর রাখছি৷ আমরা দেখেছি একটি বিবৃতি দিয়ে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, সংঘর্ষে ২০ জন জওয়ান মারা গেছেন৷ আমরা জওয়ানদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছি৷’
তবে মধ্যস্থতার বিষয়ে সরকারি পরিকল্পনা নেই অ্যামেরিকার প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতা করবেন কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয় কেলি ম্যাকেনির কাছে৷ জবাবে ম্যাকেনি বলেন, ‘ওই বিষয়ে এখনও কোনও সরকারি পরিকল্পনা করা হয়নি৷’
যদিও বুধবারই এই বিষয়ে অ্যামেরিকা স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছিলেন, ‘এলএসি-তে ভারত ও চিনের মধ্যে বর্তমান পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি৷ ভারত ও চিন উভয় দেশই উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া-
চালাতে আগ্রহী৷ আমরাও এর শান্তিপূর্ণ সমাধানের পক্ষে৷’ কিন্তু দুই দেশ যখন যুদ্ধের খুব কাছাকাছি চলে আসছে, তখনই আমেরিকার চুপ হয়ে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।