ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

এভারেস্টজয়ী ওয়াসফিয়া করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টারঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশের পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) তিনি নিজেই ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন লিখেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আমি কোয়ারেন্টিনে (লস এঞ্জেলেসে আসার পর থেকেই ছিলাম) আছি। নিশ্বাসে  কিছুটা সমস্যা আছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠব। এটা আমাকে মোকাবিলা করতেই হবে। প্রতিটি দিনই এক লড়াই।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে প্রচণ্ড মাথা ঘোরা, গলা ব্যথা, নিশ্বাসে সমস্যাসহ আরও বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত পর্বতারোহী। সত্যতা ও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া সংবাদ শেয়ার না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও লিখেছেন, আমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। করোনা ভাইরাস বাংলাদেশের মানুষকে আঘাত করছে। এই মহামারি ভাইরাস দীর্ঘ হতে চলেছে। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

গত ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস যান ওয়াসফিয়া। এর একদিন পরেই করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ ও লক্ষণ দেখতে পান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ২০১৫ সালে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করে সকলের কাছে পরিচিতি পান ওয়াসফিয়া নাজরীন।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

এভারেস্টজয়ী ওয়াসফিয়া করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০

স্টাফ রিপোর্টারঃ  মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশের পর্বতারোহী ও সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) তিনি নিজেই ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন লিখেছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে আমি কোয়ারেন্টিনে (লস এঞ্জেলেসে আসার পর থেকেই ছিলাম) আছি। নিশ্বাসে  কিছুটা সমস্যা আছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠব। এটা আমাকে মোকাবিলা করতেই হবে। প্রতিটি দিনই এক লড়াই।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে প্রচণ্ড মাথা ঘোরা, গলা ব্যথা, নিশ্বাসে সমস্যাসহ আরও বিভিন্ন ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত পর্বতারোহী। সত্যতা ও বৈজ্ঞানিক ভিত্তি ছাড়া সংবাদ শেয়ার না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও লিখেছেন, আমি বাংলাদেশ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। করোনা ভাইরাস বাংলাদেশের মানুষকে আঘাত করছে। এই মহামারি ভাইরাস দীর্ঘ হতে চলেছে। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সচেতনতা ও সর্বোচ্চ প্রস্তুতি দরকার।

গত ১২ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস যান ওয়াসফিয়া। এর একদিন পরেই করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ ও লক্ষণ দেখতে পান তিনি।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ২০১৫ সালে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করে সকলের কাছে পরিচিতি পান ওয়াসফিয়া নাজরীন।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। সারাদেশে ১৪ হাজার মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।