আজ ৬ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে রহস্যময় মৃত্যুতে জীবনাবসান ঘটে তার। ক্ষণজন্মা এই তারকার মৃত্যুবার্ষিকীকে অনেকের মতো তাকে স্মরণ করেছেন বর্তমান সময়ের ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান।
সালমান শাহর স্মৃতি স্মরণ করে শাকিব বলেন, ‘আমি যখন ছাত্র, স্কুলে পড়ি, তখন প্রথম সিনেমা দেখেছিলাম সালমান ভাইয়ের এবং সবার মতো আমিও তাকে অনেক পছন্দ করতাম, তার সিনেমা পছন্দ করতাম। তিনি এমন এক মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনও কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তার জন্মদিনে, মৃত্যুদিনে; প্রতিটি মুহূর্তে তাকে ভালোবেসে স্মরণ করে।’
শাকিবের ভাষ্য, ‘দেশে ও দেশের বাইরে মানুষ নিজের মনে যে সালমান ভাইয়ের একটি পোট্রেট এঁকে তারা প্রতিটি সুন্দর সময়ে যে সালমান ভাইকে স্মরণ করে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।’
শাকিবের কথায়, ‘সাধারণত একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন। তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত! অকালে চলে যাওয়ার ২৯ বছর পরেও তাঁর জনপ্রিয়তা আজও আকাশচুম্বী; যা ভাবলেই গর্বে বুক ভরে ওঠে।’
সালমান শাহ বেঁচে থাকলে চলচ্চিত্র মাধ্যমটি আরও সমৃদ্ধ হতো বলেও মনে করেন শাকিব।
শাকিব বলেন, ‘৯০-এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তারুণ্যের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষও তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্র মাধ্যমটি আরও বর্ণিল করতে পারতেন। আমরা আরও দারুণ দারুণ সিনেমা পেতাম।’