জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, মামলাবিহীন এবং সুনামধন্য আওয়ামী লীগপন্থী নেতারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে তারা জাপার হয়ে নির্বাচনে লড়তে পারেন। এমন প্রার্থীদের মনোনয়নে জাপার কোনো আপত্তি নেই বলেও জানান তিনি।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরে মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোস্তফা।
তিনি বলেন, “জাতীয় পার্টি আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত। আমরা সব আসনে প্রার্থী দিতে পারি। কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। তারা কখনও আমাদের কার্যালয়ে হামলা করছে, আবার কখনও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।”
মোস্তফা অভিযোগ করেন, জাতীয় পার্টির জনপ্রিয়তা দেখে কেউ কেউ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা আওয়ামী শূন্যতায় জাপার উত্থান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে। স্বাধীনতার পক্ষের শক্তিকে দুর্বল করতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “সরকার যদি চলমান মব সন্ত্রাস দমন করতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। তবে আমরা প্রস্তুত নির্বাচনের উপযুক্ত পরিবেশ পেলে দেশের প্রতিটি আসনে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করব।”
কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনাকে ‘চক্রান্তমূলক’ উল্লেখ করে মোস্তফা বলেন, “এই হামলার পেছনে কারা রয়েছে, তা সবাই জানে। আমরা এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। রংপুরে আমাদের নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির বলেন, “আমরা যখনই বিরোধী রাজনীতির পথে হাঁটছি, তখনই আমাদের পার্টি অফিসে হামলা হচ্ছে। গতকাল শুক্রবার পুলিশের উপস্থিতিতেই আমাদের কার্যালয়ে হামলা হয়েছে। এটা মব সন্ত্রাস, আর সরকার এতে প্রশ্রয় দিচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “যারা আমাদের ওপর হামলা করছে তারা কেউ এনসিপি, কেউ গণঅধিকার পরিষদ, কেউ বা জামায়াতপন্থী। তারা সবাই সরকারের ছত্রছায়ায় আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”
তিনি আরও দাবি করেন, “এখন যদি নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টিই হবে দেশের প্রধান বিরোধী দল এটা শুধু রুমিন ফারহানা না, অনেকেই বলছে। সেই কারণেই আমাদের পিছনে রাজনৈতিক প্রতিপক্ষগুলো লেগে আছে।”
এই প্রতিনিধি সভায় রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।